হেপাটাইটিস সি রোগের সাথে অসম যুদ্ধে কি শেষ পর্যন্ত জিতবে মাসুদ?
চট্টগ্রামের নাজিরহাটের মাসুদ পারভেজ (৪২) দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে ক্রনিক হেপাটাইটিস সি রোগের সাথে। শরীর ভেংগে পড়ায় নিজেকে টেনে তোলাই যার জন্য কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় তিনটি শিশু সন্তান নিয়ে একটি অতি সংকটময় পরিস্থিতি পার করছে পরিবারটি।
ডাক্তার পারভেজকে ৩ মাস বা ৮৪ দিনব্যাপী দৈনিক একটি করে ট্যাবলেট ভেলপানেক্স সেবনের পরামর্শ দিয়েছেন যার একেকটির দাম ১০০০ টাকা।
সামর্থ্যহীন পরিবারটিতে মাসুদের চিকিৎসা সময়মতো না হলে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হতে পারে।
পারভেজের আর্থিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। বর্তমান বিপদাপন্ন অবস্থায় তার চাচারা নিজেদের সীমিত সামর্থ্যের মধ্যে টুকিটাকি সাহায্য করে গেলেও সেটা যে নেহাতই অপ্রতুল,তা বলাই বাহুল্য । এর আগেও পরিবারটিকে নাজিরহাটের একটি প্রোথিতযশা শিল্প-প্রতিষ্ঠান তার কর্মসংস্থান, গৃহনির্মাণ ও অন্যান্য সহযোগিতা করে এসেছে।
এমন এক বিপর্যস্ত পরিস্থিতিতে ঔষধ কেনার জন্য তার পক্ষ থেকে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন পারভেজের স্ত্রী শারমীন আক্তার।
৮৪০০০ টাকা, ৮৪টি ট্যাবলেট। সবা্র সম্মিলিত সহযোগিতায় এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব কিনা, চলুন সেই অংকটা একটু হিসেব করে দেখি।
- ১টি ট্যাবলেট। দাম ১০০০ টাকা। কেউ একাই পারেন ৮৪টি ট্যাবলেট কিনে দিতে।
- চাইলে ২জন/১০ জন/১২ জন/২০ জন/৮৪ জন মিলে মোট দায়িত্বটাকে সমান সমান অথবা যার যেমন সুবিধা ভাগ করে নিলে কিন্তু তাদের মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে যায়।
- এমনকি ১০০০ জন যদি ৮৪ টাকা করে সাদাক্বাহ করেন।
- বা ১২০০০ জন ৭ টাকা করে?
দেখুন, মানুষের পাশে দাঁড়ানো খুব কঠিন কাজ নয়, থাকতে হয় শুধু সদিচ্ছা, সহানুভূতি, মমতা, স্রষ্টাকে খুশি করে উনাকে নিজের সাথে নিয়ে চলার আকাংক্ষা !
এভাবেই কিন্তু আমরা মাসুদ ও তার পরিবারকে ক্রনিক হেপাটাইটিস সি- নামক এই দানবের সাথে অসম যুদ্ধজয়ে তার পাশে এসে দাঁড়াতে পারি। অন্তত, তাদেরকে নিজেদের মোনাজাতে তো রাখতে পারি, তাই না?
আসুন না, আমরা অনেকে মিলে তাদের পাশে দাঁড়াই, আমরা তাদের এই সুন্দর পরিবারটিকে হেরে যেতে বা হার মানতে না দেই !
অনুদান পাঠানোর ঠিকানাঃ
১। ব্যাংক হিসাব
Account Name: Center for Zakat Management
Account No. 011200 3496028
Exim Bank of Bangladesh Ltd.
Routing Number: 100272691
SWIFT Code (BIC): EXBKBDDHO39
২। মোবাইল ব্যাংকিংঃ বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্যাপঃ ০১৭২৯ ২৯৬ ২৯৬ (মার্চেন্ট একাউন্ট, পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)
৩। অনলাইন পেমেন্ট করুনঃ www.czm-bd.org/pay_zakat/
Program
INSANIAT - Emergency Support
Category
- FERDOUSI