থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসায় হাত বাড়িয়ে দেই
থ্যলাসেমিয়া হচ্ছে রক্তের এক ধরনের জটিল রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক এবং ৬০ হাজারেরও বেশি মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বাংলাদেশে প্রতি বছর ৭ হাজারের অধিক শিশু জন্ম নেয় থ্যালাসেমিয়া নিয়ে।
থ্যালাসেমিয়ার নিয়মিত চিকিৎসা ‘ব্লাড ট্রান্সফিউশন’ বা রক্ত স্থানান্তর। এছাড়া একমাত্র স্থায়ী চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন। কিন্তু নানাবিধ ঝুঁকি আর উচ্চ খরচের কারণে খুব কম ক্ষেত্রেই বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন করা হয়ে থাকে। এমনকি অর্থাভাবে অনেকে নিয়মিত চিকিৎসাও করাতে পারেন না। চিকিৎসা ছাড়াই মৃত্যু বরণ করতে হচ্ছে তাদের।
এসকল দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসায় এগিয়ে এসেছে সিজেডএম। ২০২১ সাল থেকে থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সাথে যৌথভাবে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় কাজ করছে এবং বর্তমানে ৩০জন রোগীর চিকিৎসার দায়িত্ব পালন করছে সিজেডএম। এই চিকিৎসায় সাধারণত রোগীপ্রতি ১০-১২ হাজার টাকা খরচ হয়।
প্রতি মাসে মাত্র ১০হাজার টাকা অনুদানের মাধ্যমে একজন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার দায়িত্ব নিতে পারেন আপনিও।
বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭২৯ ২৯৬ ২৯৬
Program
FERDOUSI - Primary Healthcare