[email protected]
+880 22222 98 255

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Donate Now
25Jun

কুষ্টিয়া অঞ্চলের ৬০১ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি প্রদান অনুষ্ঠান ও সক্ষমতা উন্নয়ন সেশন অনুষ্ঠিত

এ বছর সারা দেশের স্নাতক পর্যায়ে ২ হাজার ৫৭০ জন শিক্ষার্থীকে মাসিক বৃত্তি প্রদান করা হয়।


কুষ্টিয়া অঞ্চলের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের স্নাতক প্রথমবর্ষে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। এ বছর সারা দেশের স্নাতক পর্যায়ে ২ হাজার ৫৭০ জন শিক্ষার্থীকে মাসিক বৃত্তি প্রদান করা হয়। যার মধ্যে কুষ্টিয়া অঞ্চলের ২০৩ জন। এই শিক্ষাবৃত্তির আওতায় পড়ালেখার খরচ বাবদ প্রতিমাসে ৪০০০ টাকা এবং একটি করে ক্যাপাসিটি বিল্ডিং সেশন প্রদান করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আজ (১৫ অক্টোবর ২০২৩) ২০৩ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তিপত্র প্রদান করা হয়। এছাড়াও ৩৯৮ জন বৃত্তি চলমান শিক্ষার্থীসহ মোট ৬০১ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে Purpose of Human Life ও Effective Email Writing শীর্ষক দুইটি সক্ষমতা উন্নয়ন সেশন অনুষ্ঠিত হয়।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর হেড অব অফারেশনস কাজী আহমেদ ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ, সিজেডএম এর সহকারী-মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপক মোঃ আল-মামুন ইলিয়াসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিজেডএম-এর সহকারী ব্যবস্থাপক ও সিজেডএম অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।


Content section image

'যাকাত সমাজকে ভারসাম্যহীনতা থেকে রক্ষা করে। যে টাকা দেওয়া হচ্ছে সেটি দানের টাকা নয় বরং অসচ্ছলদের হকের টাকা।'


বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘যাকাত সমাজকে ভারসাম্যহীনতা থেকে রক্ষা করে। যে টাকা দেওয়া হচ্ছে সেটি দানের টাকা নয় বরং অসচ্ছলদের হকের টাকা। তাই বৃত্তিপ্রাপ্তদের যেন কোন মানসিক দৈন্য কাজ না করে। এ টাকা দেওয়ার হচ্ছে লেখাপড়া সুষ্ঠূভাবে চালিয়ে নেওয়ার জন্য। তাই এ টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বৃত্তিপ্রাপ্তদের প্রতিজ্ঞা করতে হবে এ টাকা নিয়ে আমরা এমন মানুষ হবো, যেন ভবিষ্যতে এক সময় এই সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর ফান্ডে টাকা দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারি।’

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিজেডএম-এর হেড অব অফারেশনস কাজী আহমেদ ফারুক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। সবশেষে তিনি আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, এবং মাগুরা মেডিকেল কলেজের মোট ৬০১ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে সিজেডএম সিইও এর লিখিত সিরাতুল মুস্তাকিম নামক বই এওয়ার্ড প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।


Content section image